বিদ্যুতায়িত গেট ছুঁয়ে প্রাণ গেলো হোটেল কর্মচারীর প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ বরিশাল নগরীর প্যারারা রোডে বিদ্যুতায়িত গেট ছুঁয়ে মৃত্যু হয়েছে সুজন (১৫) নামের এক হোটেল কর্মচারীর। নিহত সুজন নগরীর মোমিন খাবার ঘরের কর্মচারী ছিলেন এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও হোটেল মালিকের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে গোসল সেরে বাসায় ফেরার পথে সুজন তার ভাড়া বাসার লোহার গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গেট স্পর্শ করতেই সে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খাবার ঘরের মালিক নূর আলম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি একটি বিদ্যুতের তার ছিঁড়ে গেটের ওপর পড়েছে। গেটটি বিদ্যুতায়িত হয়েছিল। এ কারণেই সুজনের মৃত্যু হয়। নয় মাস ধরে সে আমাদের হোটেলে কাজ করছিল। ভালো ব্যবহার ছিল তার, প্রতিমাসেই নিজের বেতন বাড়িতে পাঠাতো।’ সুজন প্রতিমাসে ৯ হাজার টাকা বেতন পেতো এবং পেছনের একটি বাসায় ভাড়া থাকতো। তার মরদেহ গ্রামের বাড়ি বাউফলে পাঠানো হয়েছে বলে জানান নূর আলম। তবে বিষয়টি সম্পর্কে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ধরনের ঘটনার কোনও খবর আমাদের কাছে এখনও আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ SHARES দুর্ঘটনা বিষয়: নগরীরবরিশাল