কাশির সিরাপে মৃত্যু ১২ শিশুর, জরুরি সতর্কতা জারি ভারতে প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫ ভারতে কাশি সিরাপ সেবনের পর ১২ শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করেছে। সম্প্রতি মধ্য প্রদেশ ও রাজস্থানে শিশু মৃত্যুর এসব ঘটনা প্রকাশ পাওয়ার পর কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার (৩ অক্টোবর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) সব রাজ্যের উদ্দেশে এক জরুরি পরামর্শ জারি করে জানিয়েছে, শিশুদের জন্য কাশির সিরাপ সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে প্রেসক্রাইব ও বিতরণ করতে হবে। পরামর্শে উল্লেখ করা হয়েছে, শিশুদের বেশিরভাগ আকস্মিক কাশি স্বাভাবিকভাবেই সেরে যায় এবং সাধারণত ওষুধ ছাড়াই আরোগ্য ঘটে। তাই অপ্রয়োজনে কাশির সিরাপ ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। ডিজিএইচএস আরও সতর্ক করেছে যে, দুই বছরের কম বয়সী শিশুদের জন্য কাশি ও সর্দির ওষুধ প্রেসক্রাইব বা বিতরণ করা সম্পূর্ণভাবে অনুপযুক্ত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত বিশ্রাম এবং ঘরের বাতাস আর্দ্র রাখার মতো অ-ঔষধি পদ্ধতিগুলোকে কাশি ও সর্দির প্রাথমিক চিকিৎসা হিসেবে গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাশির সিরাপ সেবনের পর জটিলতায় মধ্য প্রদেশে নয়জন এবং রাজস্থানে তিনজন শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দুই রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সিরাপের বিক্রয় স্থগিত করেছে এবং মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে।সূত্র: শিনহুয়া, ইউএনবি SHARES দুর্ঘটনা বিষয়: কাশির সিরাপে মৃত্যু ১২ শিশুরভারত
ভারতে কাশি সিরাপ সেবনের পর ১২ শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করেছে। সম্প্রতি মধ্য প্রদেশ ও রাজস্থানে শিশু মৃত্যুর এসব ঘটনা প্রকাশ পাওয়ার পর কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার (৩ অক্টোবর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) সব রাজ্যের উদ্দেশে এক জরুরি পরামর্শ জারি করে জানিয়েছে, শিশুদের জন্য কাশির সিরাপ সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে প্রেসক্রাইব ও বিতরণ করতে হবে। পরামর্শে উল্লেখ করা হয়েছে, শিশুদের বেশিরভাগ আকস্মিক কাশি স্বাভাবিকভাবেই সেরে যায় এবং সাধারণত ওষুধ ছাড়াই আরোগ্য ঘটে। তাই অপ্রয়োজনে কাশির সিরাপ ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। ডিজিএইচএস আরও সতর্ক করেছে যে, দুই বছরের কম বয়সী শিশুদের জন্য কাশি ও সর্দির ওষুধ প্রেসক্রাইব বা বিতরণ করা সম্পূর্ণভাবে অনুপযুক্ত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত বিশ্রাম এবং ঘরের বাতাস আর্দ্র রাখার মতো অ-ঔষধি পদ্ধতিগুলোকে কাশি ও সর্দির প্রাথমিক চিকিৎসা হিসেবে গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাশির সিরাপ সেবনের পর জটিলতায় মধ্য প্রদেশে নয়জন এবং রাজস্থানে তিনজন শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দুই রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সিরাপের বিক্রয় স্থগিত করেছে এবং মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে।সূত্র: শিনহুয়া, ইউএনবি