চট্টগ্রামে পুড়ল আসবাবের তিন কারখানা প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। চট্টগ্রামের কাট্টলীতে আগুনে পুড়েছে আসবাবপত্র তৈরির তিনটি কারখানা। উত্তর কাট্টলী পদ্মপুকুর পাড় এলাকায় রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা এ আগুনে আসবাবপত্র তৈরির তিনটি কারখানা ভষ্মীভূত হয়। রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পাঁচ ঘণ্টার চেষ্টায় সোমবার সকাল ৭টা ৫ মিনিটে তা নেভানো সম্ভব হয়। আগ্রাবাদ ও বন্দর স্টেশনের পাঁচটি গাড়ি আগুন নেভাতে কাজ করেছে বলে নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে। SHARES দুর্ঘটনা বিষয়: আগুনেকারখানা