ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। 

বুধবার (১ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক নুর আলম (২৬) ও যাত্রীবাহী বাসের চালকের সহকারী (হেলপার) কাদের মিয়া (২৫)।

শিবচর হাইওয়ে পুলিশ জানান, এক্সপ্রেসওয়েতে একটি মাছভর্তি ট্রাকের ডান পাশের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। পরে ট্রাক সাইড করে চালক ট্রাকের ডান দিকের পেছনের চাকা খুলে পরিবর্তন করার সময় খুলনা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাকের চালক নুর আলম (২৬) ও বাসের হেলপার কাদের মিয়া (২৫) গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় রাখা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।