কাকরাইলে ভবন থেকে পড়ে রংমিস্ত্রী মৃত্যু

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

রাজধানীর কাকরাইলে একটি দ্বিতীয় তলা ভবনের সিলিংয়ে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ তাইজুল (৩৫)।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে কাকরাইলে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহতের সহকর্মী দেলোয়ার খালাসী বলেন, কাকরাইল মোড়ে একটি ভবনের ভেতরে প্রায় ২০ ফুট উঁচুতে কাজ করছিলাম। সে ছিল একপাশে আমি আরেক পাশে। অসাবধানতাবশত মাচা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় তাইজুল। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় বেলা সাড়ে ১১টায় দিকে তার মৃত্যু হয়।

মো. ফারুক বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

তাইজুল মাদারীপুর জেলার শিবচর উপজেলার তোতা খানের ছেলে। বর্তমানে খিলবাড়ির টেক এলাকায় থাকতেন।