ইউএসএআইডি-র স্বায়ত্তশাসন বাতিলের পথে ট্রাম্প প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫ ট্রাম্প প্রশাসন মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর স্বায়ত্তশাসন বাতিল করে একে সরাসরি পররাষ্ট্র দপ্তরের অধীনে নেওয়ার পরিকল্পনা করছে বলে সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সংস্থাটির অফিস থেকে ইউএসএআইডি-এর অফিসিয়াল সিল সম্বলিত ফলক সরিয়ে ফেলা হয়, যা এই পরিবর্তনের প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দেয়। এছাড়া ইউএসএআইডি-এর ওয়েবসাইট শনিবার (১ জানুয়ারি) বন্ধ হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন বর্তমানে সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অধীনে নেওয়ার পরিকল্পনা চলাকালীন সময়েই ওয়েবসাইটটি বন্ধ হয়েছে। শনিবার (১ জানুয়ারি) ইউএসএআইডি-এর ওয়েবসাইট অ্যাক্সেসের চেষ্টা করলে সার্ভারের আইপি ঠিকানা পাওয়া যায়নি মেসেজ দেখায়। সংস্থাটি পররাষ্ট্র দফতরের অধিনস্ত হলে প্রায় ৪২.৮ বিলিয়ন ডলারের বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রমের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে, যা এইচআইভি/এইডস চিকিৎসা, বিশুদ্ধ পানি সরবরাহসহ জীবন রক্ষাকারী বিভিন্ন কর্মসূচির জন্য বরাদ্দ। এই পরিবর্তন এমন এক সময়ে হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন বৈদেশিক সহায়তার বিতরণ ব্যবস্থা নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে প্রশাসন জানিয়েছিল, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সাথে সামঞ্জস্য নিশ্চিত করার জন্য বৈদেশিক সহায়তা পর্যালোচনা করা হবে এবং পর্যালোচনার সময় অর্থায়ন স্থগিত রাখা হবে। ইউএসএআইডি-এর বর্তমান ও সাবেক কর্মকর্তারা বলেছেন, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে, যা প্রশাসনের নীতির বিরোধিতাকারীদের চুপ করানোর একটি কৌশল হতে পারে। সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে নেওয়া হলে এটি হবে একটি বড় পরিবর্তন, যা বৈশ্বিক মানবিক নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করতে পারে।সন্দেহের তালিকায় আছে রাজশাহীর দুটি ম্যাচও। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায়ও উঠে এসেছে ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে অস্বস্তির কথা। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘(দুর্বার) রাজশাহী যা করেছে একটা টুর্নামেন্ট শেষ করে দিতে তারাই যথেষ্ট! তবে আজ থেকে পাঁচ মাস আগেও পরিস্থিতি ভিন্ন ছিল। তখন আমাদের জানানোর দরকার ছিল বিপিএল হবে কি হবে না। ভাবমূর্তি খারাপ হয়েছে, স্বীকার করে নিচ্ছি। তবে এখান থেকে বের হয়ে আসব। আগামী বিপিএলে দেখবেন।’ SHARES আন্তর্জাতিক বিষয়: কর্মসূচিরকার্যক্রমেরট্রাম্প